আল্লাহ তায়ালা এবং তাঁর প্রিয় রাসূলের দ্বীনকে প্রচার এবং প্রসারের নিমিত্তে যারা কিনা নিজেদের গোটা জীবনকে ওয়াক্ফ করে দিয়েছেন, তাঁরা হচ্ছে আল্লাহ্র অলীগণ। তাঁরা আল্লাহ্-রাসূল এবং নিজ শায়খ তথা পীরের আদেশাবলী সম্পর্ক ছিলেন অতি যত্নশীল। ঠিক তেমনি একটি দৃষ্টান্ত জানতে পারবেন এই লেকচারটি থেকে। আল্লাহ্র একজন মহান অলী হযরত খাজা আব্দুর রহমান চৌহরভী রাহিমাহুল্লাহ তাঁর পক্ষ হতে নিজ মুরীদ শাহেনশাহে সিরিকোট হযরত সাইয়্যেদ আহমাদ শাহ সিরিকোটি রাহিমাহুল্লাহ’কে কী হুকুম প্রদান করেছিলেন? আপন শায়খের কোন হুকুমটি পালন করতে গিয়ে দীর্ঘ চৌদ্দ বছর ছিলেন দেশান্তরিত?
বক্তব্য রাখছেন- শাইখুল ইসলাম, হযরতুল আল্লামা সাইয়্যেদ আহমাদ শাহ দামাত বারাকাতুহুমুল আলীয়া।
বক্তব্যের স্থানঃ জামেয়া আহমদিয়া সুন্নীয়া অডিটোরিয়াম, চট্টগ্রাম, বাংলাদেশ।
বক্তব্যটি বাংলায় অন্যবাদ করেছে – www.ROUSHANDALIL.com
আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/watch?v=z6H7IjgKCC4&t=9s