বইটির নাম হচ্ছে “হাদিসের আলোকে নামাযে আমীন বলার বিধান”। আমরা বর্তমানে হর হামেশা-ই দেখি বিভিন্ন মসজিদে জামা’আত চলাকালীন অবস্থায় ইমাম এর পিছনে মুক্তাদিগণ সূরা ফাতিহা শেষে কেউ জোরে আমীন বলা শুরু করে আবার কেউ আস্তে। এখন কথা হচ্ছে, এই বিষয়ে প্রকৃত আমল আমাদের কোনটি করতে হবে, জোরে আমীন বলবো নাকি আস্তে ? সুহৃদ ভাই ! বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে হাদিসের আলোকে সমাধান দেয়া হয়েছে এই বইটিতে। বইটি লিখেছেন, ছোবহানিয়া আলীয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা শায়খ কাযী মুঈনুদ্দীন আশরাফী। এই বইটি অধ্যয়ন করার দ্বারা আমরা জানতে পারবো, আমাদেরকে নামাযে সূরা ফাতিহা শেষে কীভাবে ‘আমীন’ বলতে হবে। বইটি আপনি অধ্যয়ন করুন অন্য ভাই-বোনদেরকে অধ্যয়ন করতে উৎসাহিত করার দ্বারা সাদকায়ে জারিয়ার সাওয়াব লাভ করুন। বইটি নিচের “ডাউনলোড করুন” লেখাটিতে ক্লিক করে নিজের সংগ্রহে রাখুন।
ডাউনলোড করুন ৫ মেগাবাইট
Discover more from RoushanDAlil.com
Subscribe to get the latest posts sent to your email.