ইমাম আহমাদ রেযা রাহিমাহুল্লাহ চতুর্দশ শতাব্দির মুজাদ্দিদ(সংস্কারক) ছিলেন। একজন মুজাদ্দিদ হিসেবে তাঁর সংস্কারকর্ম নানান ধারা উপধারায় বিভক্ত। ইলমে শরিয়ত এবং ইলমে তরিক্বত তথা তাসাউফের উপর তাঁর সমান পদচারণা দেখা যায়। তাসাউফ শাস্ত্রের যাবতীয় পরিভাষা এবং অন্যান্য শাখায় তাঁর জ্ঞান ছিল অনন্য এবং অনবদ্য। বর্তমান সময়ে পবিত্র তাসাউফকে পুঁজি করে অনেক ভন্ড ব্যক্তি নিজেদের ফায়দা হাসিল করে যাচ্ছে। এসব ভন্ড’দের মুখোশ উন্মোচন কল্পে এবং তাসাউফ এবং তরিক্বত এর সঠিক পরিভাষা ইসলামের রূপরেখায় জানার জন্যই এই বইটির রচনা। এর দ্বারা মানুষ প্রকৃত পীর এবং ভন্ড পীরদের সনাক্ত করতে সক্ষম হবে; পাশাপাশি শরিয়তের আলোকে একজন মুরীদের কী কী দায়িত্ব রয়েছে তা জানতে সক্ষম হবে। সর্বোপরি এই কিতাবটি অধ্যয়ন করার দ্বারা “বায়আত” সম্পর্কে সত্যতাও কুর’আন হাদিস থেকে জানা যাবে। কিতাবটি নিচের থেকে ডাউনলোড করুন। নিজে পড়ুন এবং অন্য ভাই-বোনদেরকে কিতাবটি পড়তে উৎসাহিত করার দ্বারা সাদকায়ে জারিয়া হাসিল করুন।
