শরিয়ত এর বাছাইকৃত কতেক বিষয়াবলী নিয়ে আন্তর্জাতিক দুইজন বিশিষ্ট স্কলার যথাক্রমে আল্লামা আবু তানভীর মুহাম্মদ রেযাউল মুস্তফা এবং আল্লামা আবু দাউদ মুহাম্মদ সাদেক রেজভী দামাত বারাকাতুহুমুল আলীয়া কর্তৃক লিখিত “নযরে শরীয়ত” কিতাবটি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। কিতাবটির বাংলায় অনুবাদ করেছেন আমাদের দেশেরই কয়েকজন স্বনামধন্য আলেমে দ্বীনগণ। কিতাবটির আদ্যোপান্ত আপনিও অধ্যয়ন করুন এবং অন্যদেরকেও কিতাবটি পড়তে উৎসাহিত করার দ্বারা সাদকায়ে জারিয়ার সাওয়াব লাভ করুন।