নবীকূল সরদার হুজুর-ই আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা’র আহলে বাইতের মর্যাদা ও ফযীলতের বিষয়টি মধ্যাহ্ন সূর্যের চেয়েও স্পষ্ট। পবিত্র কোর’আন তাঁদের পবিত্রতা ঘোষণা করেছেন- “আল্লাহ্ তো এটাই চান, হে নবীর পরিবারবর্গ ! যে, তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দেবেন। (সূর আহযাব, আয়াত-৩৩)
মোটকথা ,আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণের মাধ্যমে মু’মিন-মুসলমান দুনিয়া-আখিরাতে নিশ্চিতভাবে সাফল্য ও মর্যাদা লাভ করতে পারেন। কুর’আন-হাদিসে নবী বংশের পবিত্রতা সম্পর্কে অসংখ্য উদ্ধৃতি বর্ণিত হয়েছে। তারই আলোকে এই কিতাবটি প্রণয়ন। কিতাবটির প্রণেতা হচ্ছেন- হাকিমুল উম্মত মুফতী আহমাদ ইয়ার খাঁ নঈমী রাহিমাহুল্লাহ। কিতাবটির সরল বাংলা অনুবাদ করেছেন- মুফতী জিল্লুর রহমান হাবিবী। কিতাবটির আদ্যোপান্ত আপনি নিজে অধ্যয়ন করুন এবং অন্যদেরকেও পড়তে উৎসাহিত করে সাদকায়ে জারিয়ার সাওয়াব লাভ করুন। বইটি নিচের লেখাতে ক্লিক করে ডাইনলোড করুন।