নবীকূল সরদার হুজুর-ই আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা’র আহলে বাইতের মর্যাদা ও ফযীলতের বিষয়টি মধ্যাহ্ন সূর্যের চেয়েও স্পষ্ট। পবিত্র কোর’আন তাঁদের পবিত্রতা ঘোষণা করেছেন- “আল্লাহ্ তো এটাই চান, হে নবীর পরিবারবর্গ ! যে, তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করবেন এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দেবেন। (সূর আহযাব, আয়াত-৩৩)
মোটকথা ,আহলে বাইতের প্রতি ভালোবাসা পোষণের মাধ্যমে মু’মিন-মুসলমান দুনিয়া-আখিরাতে নিশ্চিতভাবে সাফল্য ও মর্যাদা লাভ করতে পারেন। কুর’আন-হাদিসে নবী বংশের পবিত্রতা সম্পর্কে অসংখ্য উদ্ধৃতি বর্ণিত হয়েছে। তারই আলোকে এই কিতাবটি প্রণয়ন। কিতাবটির প্রণেতা হচ্ছেন- হাকিমুল উম্মত মুফতী আহমাদ ইয়ার খাঁ নঈমী রাহিমাহুল্লাহ। কিতাবটির সরল বাংলা অনুবাদ করেছেন- মুফতী জিল্লুর রহমান হাবিবী। কিতাবটির আদ্যোপান্ত আপনি নিজে অধ্যয়ন করুন এবং অন্যদেরকেও পড়তে উৎসাহিত করে সাদকায়ে জারিয়ার সাওয়াব লাভ করুন। বইটি নিচের লেখাতে ক্লিক করে ডাইনলোড করুন।
Discover more from RoushanDAlil.com
Subscribe to get the latest posts sent to your email.