নবীকূল সর্দার, রাসূলগণের ইমাম হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এবং অন্যান্য নবী রাসূলগণ আলাইহিমুস সালাম -এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে- তাঁরা ওফাত বরণের পরও সশরীরে জীবিত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইরশাদ করেছেন, “নবীগণের শরীরকে গ্রাস করা আল্লাহ্ তায়ালা যমীনের উপর হারাম করে দিয়েছেন।” তিনি আরো ইরশাদ করেন- “আমার উপর দরুদ এবং সালাম প্রেরণকারীদের দরুদ এবং সালাম আমি শুনতে পাই”। এভাবে অসংখ্য সাহিহ হাদিস দ্বারা একথা প্রমাণিত যে, নবীগণ ওফাতের পরও নিজ কবর শরিফে সশরীরে জীবিত এবং আল্লাহ্ তায়ালা কর্তৃক রিযিকপ্রাপ্ত।
আলহামদুলিল্লাহ ! এই বিষয়ের স্বপক্ষে “তাজকিয়া ফি হায়াতিল আম্বিয়া” নামে ষোলটি সাহিহ হাদিস দ্বারা অষ্টম শতাব্দির মুজাদ্দিদ ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ একটি কিতাব প্রণয়ন করেছেন। কিতাবটির বাংলায় সরল অনুবাদ করেছেন অধ্যাপক মাওলানা সাইয়্যেদ জালালুদ্দিন আল-আজহারী। কিতাবটি ইলম হাসিলের উদ্দেশ্যে আপনি নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করার দ্বারা সাদকায়ে জারিয়ার সাওয়াব লাভ করুন।