শাইখুল ইসলাম আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহমাদ শাহ দামাত বারাকাতুহুমুল আলীয়া।
বক্তব্যের স্থানঃ আলমগীর খানেকা শরীফ, চট্টগ্রাম।
আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থণা করছি
আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু
এক ব্যক্তি এ কথা বলছিল যে, সে একদিন মসজিদে কুরআন তেলাওয়াত করার জন্য গেল। সে বলল, আমি বসে কুরআন তেলাওয়াত করছিলাম। এর মধ্যেই মসজিদে এক ছোট বাচ্চা আসলো। বাচ্চাটা প্রথমে ওযুখানায় গেল । বাচ্চাটা তার মুখে নিজ হাত দ্বারা পানি মারলো যেভাবে ওযু করা হয় সেভাবে সেগুলো করলো। বাচ্চাটা এসে প্রথম কাতারে বসে গেল এবং কিছু একটা পড়ার পর সে নিজের হাত উঠালো। সে হয়তো কোন দোয়া করেছে! যখন সে দোয়া শেষ করলো, তখন মুখে হাত মালিশ করে বের হয়ে যেতে লাগলো। তো ওই ব্যক্তি বলল- আমার তার দোয়ার পদ্ধতি অনেক ভালো লাগলো। সে যেভাবে অত্যন্ত ভক্তি সহকারে দোয়া করল, আল্লাহর দরবারে বসল এবং আল্লাহর কাছে দোয়া করলো । আমার এটা দেখে খুব ভালো লাগলো । আমি তাকে ডাক দিয়ে বললাম- বৎস, একটু দাঁড়াও ! সে আসলে আমি পকেট থেকে ৫০ টাকা বের করলাম। ৫০ রুপি বা ৫০ টাকা বলতে পারেন । সে প্রথমে নিতে চাইল না । আমি তাকে বললাম, না তোমাকে এটা নিতে হবে। আমি তাকে সেই টাকা হাতে গুজে দিলাম। সে অনেক খুশি হলো । আমি তাকে এরপর জিজ্ঞেস করলাম- তুমি যে আসলে এবং এখানে বসলে এবং বসে বসে যে দোয়া চাইলে, দোয়ার মধ্যে তুমি তখন কি চাচ্ছিলে ? তখন সে বলল- আমি এখানে বসে যে দোয়াটি করেছিলামা আল্লাহর দরবারে, সেটি ছিল এটা..”হে আল্লাহ আপনি আমাকে ৫০ টাকা দিন”। অর্থাৎ আমি ৫০ টাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম। ওই ব্যক্তি বলল- একথ শুনে আমি তাকে চুমু দিয়ে বিদায় দিলাম। ওই ব্যক্তিটি বলল- ওই বাচ্চাটি তো চলে গেল। কিন্তু যেতে যেতে সেই ছোট বাচ্চাটি আমাকে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের পদ্ধতি শিখিয়ে গেল। সে আমাকে রবের নিকট চাওয়ার পদ্ধতি শিখিয়ে গেল। অর্থাৎ দোয়ার মধ্যে যত বেশি আন্তরিকতা এবং নমনীয়তা হবে, আল্লাহ তায়ালা তত দ্রুত সেই দোয়া কবুল করবেন।
শিক্ষাঃ
আমাদের উচিত আল্লাহর দরবারে দোয়া করার সময়ে আন্তরিকতা এবং নমনীয়তা সহকারে দোয়া করা। তাহলেই আমাদের দোয়া মা’বুদের দরবারে কবুল হবে।
- বাংলায় অনুবাদঃ www.ROUSHANDALIL.com
Discover more from RoushanDAlil.com
Subscribe to get the latest posts sent to your email.