রওশন দলীল ইসলামি সংবাদ
১০/৫/২০১৭
মহা পবিত্র আশুরা ও আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা’র স্মরণে আগামীকাল ৬ই অক্টোবর-২০১৭, শুক্রবার বা’দ আছর থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে “শোহাদায়ে কারবালা মাহফিল” অনুষ্ঠিত হতে যাচ্ছে । ইসলামিক ফাউন্ডেশন ও শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ঢাকার যৌথ ব্যবস্থাপনায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন ঢাকা নারিন্দার মুশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ্ আহসুনুজ্জামান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আলহাজ্ব সামীম মুহাম্মদ আফজাল । অতিথি ও আলোচক হিসেবে দেশ্য বরেণ্য আলেম-ওলামা ও পীর মাশায়েখগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মাহফিলের আহবায়ক উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক । নির্ধারিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুর রশিদ, আরবি বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল-মারুফ, দেশ বরেণ্য ওয়ায়েজ মাওলানা আবু সুফিয়ান আল-কাদেরী, মাওলানা অলি উল্লাহ আশেকী । মাহফিলটি’তে স্বাগত বক্তব্য রাখবেন পিএইচপি ফ্যামেলি’র চেয়ারম্যান আলহাজ্ব সূফি মিজানুর রহমান । উল্লেখ্য যে, শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ চট্টগ্রামের ব্যবস্থাপনায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে বিগত ৩২ বছর যাবৎ ১০ দিন ব্যাপী এ মাহফিল উদযাপিত হয়ে আসছে । রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন ও শোহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ঢাকার যৌথ ব্যবস্থাপনায় এ বছরসহ মোট ৫ বছর যাবৎ ১দিনব্যাপী মাহফিলটি অনুষ্ঠিত হয়ে আসছে । জাতীয় পর্যায়ে মাহফিলটির প্রতিষ্ঠাতা হলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সাবেক খতীব ও ইসলামিক ফাউন্ডেশনের ট্রাস্টি সদস্য আল্লামা অধ্যক্ষ জালাল উদ্দীন আল-কাদেরী (রহ.) । মাহফিল আয়োজক কমিটি’র পক্ষ হতে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উক্ত মাহফিলে স্ব-বান্ধবে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে ।
প্রতিবেদকঃ
মুহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দীকি
মিরপুর, ঢাকা ।
Discover more from RoushanDAlil.com
Subscribe to get the latest posts sent to your email.